ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
উন্মাত হাতীকে শান্ত করতে ব‌্যয় ৪ লক্ষ টাকা
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-০৩-০২ ২২:৫৬:০৫

লালমনিরহাটে উন্মাত হওয়া হাতীকে শান্ত করে নিয়ন্ত্রণে আনতে ব্যয় হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। হেলিকপ্টার ভাড়া, চিকিৎসক সম্মানী ও ঔষধ ক্রয়সহ বিভিন্ন খাতে এ টাকা ব্যয় হয়েছে বলেন জানান দি লাইনস সার্কাসের স্বত্বাধিকারী নিরঞ্জন সরকার।

তবে উদ্ধারের পর সেই হাতীকে ট্রাকযোগে সিরাজগঞ্জে পাঠালেন দি লাইনস সার্কাসের মালিক। এ সময় হাতিটি এলাকাবাসীকে সালাম দিয়ে চোখের পানি ফেলে। এ দৃশ্য দেখে অনেকেই কেঁদে ফেলেন। 

এর আগে গত সোমবার সকালে লালমনিরহাটে হস্ত কুটির শিল্প পণ্য মেলায় আনা হাতীটি হঠাৎ করে পায়ের শিকল ছিঁড়ে বেড়িয়ে জেলা শহরের সাহেব পাড়ায় তাণ্ডব শুরু করেছিল হাতীটি। পরে গত মঙ্গলবার  দুপুরে হেলিকপ্টারযোগে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. তপন কুমার দে-র নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম এসে সংক্ষুদ্ধ হাতীটিকে ২৭ ঘণ্টা পর ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে অচেতন করে নিয়ন্ত্রণ করেছে। এতে অবসান হয় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির।

বুধবার (২ মার্চ) দুপুরে লালমনিরহাট বঙ্গবন্ধু কলোনি মাঠ থেকে ট্রাকে তোলা হয় হাতিটিকে। এ দিকে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ দাবি করেছে।

দি লাইনস সার্কাসের স্বত্বাধিকারী নিরঞ্জন সরকার বলেন, হেলিকপ্টার ভাড়া, চিকিৎসক সম্মানী ও ঔষধ ক্রয়সহ বিভিন্ন খাতে প্রায় ৪ লক্ষ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ টাকা আমরা খরচ করেছি। আয়োজকদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের কাছে খরচ নেওয়া হবে।

 ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
নীলফামারী জেলা দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন
খুলনায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডানা, জলোচ্ছ্বাসের শঙ্কা