ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাঙ্গামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  • রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • ২০২২-০৩-০২ ০৬:০১:০৭

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটির জেলা বিএনপি। 

বুধবার (০৩ মার্চ) সকালে কাঠালতলীস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, সাবেক এমপি মনি স্বপণ দেওয়ান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি শফিউল আজম সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের নামে আওয়ামীলীগ সরকার লুটপাট শেষে নিত্যপণ্যের দাম বাড়িয়ে এবার জনগণের ভাত কাপড়ের অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ আজ দিশেহারা।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা