ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সিনিয়র সাংবাদিক ফারুক কাজী আর নেই
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৭-০৩ ১০:০৪:০২

প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব, সিনিয়র সাংবাদিক এবং আইন, মানবাধিকার ও সংবিধান বিটের সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী (৭১) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরণ এ তথ্য জানিয়েছেন।


কর্মজীবনে ফারুক কাজী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ইউএনবি, ডেইলি অবজারভারসহ বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছেন।

ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফারুক কাজীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতিও।

এছাড়া ল’ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংগঠনের বর্তমান সভাপতি ওয়াকিল আহমেদ হিরণ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু গভীর শোক প্রকাশ করেছেন।

গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
দিনাজপুরে টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ