ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে শহরের কাজীপাড়ায় এই হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মিন্টু ভৌমিক। এতে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম সম্পাদক রিয়াজউদ্দিন জামি, পৌরসভার প্যানেল মেয়র (৩) কাউন্সিলর মীর মোঃ শাহীন, সাবেক পৌর কাউন্সিলর আবুল কাশেম প্রমূখ। ক্যাম্পে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার কনসালটেন্ট ডাক্তার আব্দুল মতিন সেলিম ও উপ-পরিচালক প্রশাসন ডাক্তার কে,এম জহিরুল হক দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন। এতে শহরের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ বিনামূল্যে তাদের হৃদরোগ বিষয়ে চিকিৎসা সেবা গ্রহন করেন।