দুধকুমার নদীর নব্যতা ফেরাতে প্রায় দুই দশক পর বিআইডব্লিউটিএ'র আওতায় নাগেশ্বরীর সাপখাওয়া থেকে যাত্রাপুর পর্যন্ত ৩২কিলোমিটার নদী খনন কাজ প্রায় ৭০ভাগ সম্পন্ন হয়েছে। এতে করে নৌ-যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটছে আর পানি প্রবাহ ফিরে নদীর দুই পাড়ের ফসলী কৃষি জমিতে পাচ্ছে সেচ সুবিধা। এদিকে দুধকুমার নদীর নব্যতা ফিরে আসায় কৃষিজমিতে ফলছে বিভিন্ন ফসল এবং একইসঙ্গে দুধকুমার নদীর তীরবর্তী এলাকায় বন্যার প্রবণতা কমছে, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ, মাছ উৎপাদন বেউড়েছে। সোনাহাট স্থলবন্দরের বিভিন্ন পন্য নৌপথেই দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা যাবে। পাশাপাশি ফসল উৎপাদনে সেচ সুবিধা ও মাছচাষ অনেকগুন বেড়ে গেছে। পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এতে মানুষের ভাগ্যের পরির্বতন ঘটবে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরীর সাপখাওয়া থেকে যাত্রাপুর পর্যন্ত ৩২কিলোমিটার দুধকুমার নদী খননের ফলে নদীর নব্যতা ফিরে এসেছে এবং নৌ-যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাধ্যমে ২০২০সালের জানুয়ারী মাস থেকে কোয়েস্ট স্পেকট্রা (ঔঠ) এবং সরকারী ড্রেজার আত্রাই কাটার সাকশন ড্রেজার ও এক্সকাভেটর দ্বারা দুধকুমার নদী খনন কাজ চলমান থাকায় নদীর নব্যতা ফিরে পেয়েছে নদী প্রাণ। নদীর চারপাশের ফসলি জমি পাচ্ছে সেচ সুবিধা। নিচু জমি বালু দিয়ে ভরাট করায় সে জমিতে হচ্ছে ফসল উৎপাদন। নদী জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ফসল ও দেশি মাছের উৎপাদন বৃদ্ধিসহ পরিবেশ বিপর্যয়ের হাত রক্ষা পাচ্ছে। নদীবেষ্টিত এলাকার মানুষের মধ্যে বহুমাত্রিক ব্যবহার ও সুবিধার আওতায় এসেছে। দুধকুমার নদী ৩২কিলোমিটার খনন কাজে বরাদ ২০কোটি ৯লাখ ৭০হাজার টাকায় কাজ চলবে ৩০মে ২০২২সাল পর্যন্ত। অপরদিকে নদী শাসন ও সরকারের উন্নয়ন কাজে বাধাঁ প্রদানে একটি কুচক্রীমহল দীর্ঘদিন থেকে বিভিন্ন সড়যন্ত ও মিথ্যার আশ্রয় নিয়ে বিআইডব্লিউটিএ'র বিভিন্ন কর্মরত কর্মকর্তার নাম জ্বড়িয়ে অসত্য অভিযোগ ও সংবাদ প্রচার করে আসায় নদীর তীরবর্তী এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দুধকুমার নদীর তীরবর্তী কালীগঞ্জ ও বল্লভেরখাস ইউনিয়নের আজিজুল হক, তারা মিয়া, মোজাম্মেল হক, গফুর উদ্দিন, নয়ন, আমজাদ, মতিয়ার ও আকবর আলী বলেন, বিআইডব্লিউটিএ মাধ্যমে দুধকুমার নদী খনন করায় নদীর নাব্যতা ফিরে এসেছে পাশাপাশি নদীর দুই পাড়ের জমিতে সেচ ব্যবহার করে ফসল উৎপাদন হচ্ছে এবং বন্যার প্রবণতা থাকবে না, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, মাছ উৎপাদন বাড়ছে। একটি কুচক্রীমহল আমাদের নাম ভাঙ্গিয়ে সরকারের উন্নয়ন কাজে বাধাঁ প্রদান করতে বিআইডব্লিউটিএ'র বিভিন্ন কর্মরত কর্মকর্তার নাম জ্বড়িয়ে অসত্য অভিযোগ ও সংবাদ প্রচার করে আসছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বল্লভেরখাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, বিআইডব্লিউটিএ আওতাধীন বল্লভেরখাস ও কালীগঞ্জ ইউনিয়ন ঘেঁষা দুধকুমার নদী খননে নদীর নব্যতা ফিরে ফসলী জমি পাচ্ছে সেচ সুবিধা। দুধকুমার নদী খনন অব্যাহত থাকতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে আহব্বান জানাই।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি বলেন, বিআইডব্লিউটিএ মাধ্যমে যে নদী খনন চলছে এতে করে দুধকুমার নদী নব্যতা ফিরেছে। নিচু জমি বালু দিয়ে ভরাট করায় সে জমিতে ফসল উৎপাদন হচ্ছে। নদীর চারপাশের ফসলি জমি পাচ্ছে সেচ সুবিধা।
বিআইডব্লিউটিএ উপ-সহকারী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান বলেন, দুধকুমার নদী খনন কাজ সঠিকভাবে চলছে। এতে করে নদীর নাব্যতা ফিরে এসেছে। দুধকুমার নদীর তীরবর্তী এলাকায় বন্যার প্রবণতা কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, মাছ উৎপাদন বাড়ছে এবং কৃষি জমিতে সেচ কাজে তা সহায়ক হচ্ছে ও নদী ভাঙন রোধ হচ্ছে।
নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান বলেন, বিআইডব্লিউটিএ'র মাধ্যমে দুধকুমার নদী খনন করার ফলে নদী পাড়ের মানুষ বন্যা ও নদী ভাঙন থেকে রেহাইসহ বিভিন্ন সুবিধা পাবে এবং নদী পথে বিভিন্ন অঞ্চলে ব্যবসা ক্ষেত্রে ব্যাপক সহায়ক ভুমিকা স্থাপিত হবে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম বলেন, বিআইডব্লিউটিএ'র আওতায় দুধকুমার নদী খননের ফলে নদী পাড়ের মানুষ বিভিন্ন সুবিধা ভোগ করবে। পাশাপাশি নদী খনন শেষ হলে নৌ পথে সোনাহাট স্থলবন্দর থেকে বিভিন্ন মালামাল দেশের বিভিন্ন প্রান্তরে যাবে এবং এলাকার মানুষের ভাগ্যের পরির্বতন হবে।
বিআইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) আসম মাশরেকুল আরেফিন বলেন, বিআইডব্লিউটিএ'র আওতায় নাগেশ্বরীরর দুধকুমার নদী খনন করার ফলে নৌ-যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে আর পানি প্রবাহ নদীর পাড়ের ফসলী কৃষি জমিতে পাচ্ছে সেচ সুবিধা পাচ্ছে। নদী ভাঙন রোধসহ সোনাহাট স্থলবন্দরের বিভিন্ন পন্য নৌপথেই দেশের বিভিন্ন স্থানে পরিবহনের পরিকল্পনা রয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।