ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রাঙ্গামাটিতে ৩৭ লিটার দেশীয় চোলাইমদ সহ আটক ২
  • রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • ২০২২-০২-২৭ ০৬:২১:৫৮

রাঙ্গামাটিতে দেশীয় ৩৭ লিটার চোলাই মদ সহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, আয়েশা আক্তার (৪৫) ও সিজি চাকমা । রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মানিকছড়ি চেকপোষ্টে চট্টগ্রামগামী পাহাড়িকা বাসে তল্লাশি চালিয়ে চোলাই মদ সহ তাদের আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ  সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি থেকে চট্টগ্রামগামী একটি পাহাড়িকা বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ। এসময় পলিথিনের মোড়ানো ৩৭ লিটার দেশীয় চোলাই মদ পাচারকালে শহরের মানিকছড়ি চেকপোষ্ট থেকে দুইজনকে আটক করে পুলিশ।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ