দিনাজপুরে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলনে ককটেল বিস্ফোরণ
- দিনাজপুর প্রতিনিধি:
-
২০২২-০২-২৫ ০৯:৩৮:০২
- Print
দিনাজপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন ও কাউন্সিল চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটনায় মহিলা দলের ৫ কর্মী আহত হয়েছে । পরবতীতে কেন্দীয় জাতীয়তাবাদি মহিলা দলের সাধারন সম্পাদকের সংবাদ সম্মেলনে ককটেল বিস্ফোরন কারীকে গ্রেফতারের দাবি ।
আজ শুক্রবার দুপুর দুইটার দিকে দিনাজপুর জেলা লোক ভবনের জেলা মহিলা দলের কর্মী সম্মেলন ও কাউন্সিল চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে । ককটেল বিস্ফোরণের ঘটনায় লোকভবন থেকে তাড়াাহুড়া করে নারী কর্মীরা বের হওয়ার সময় হুমরি খেয়ে পাঁচজন মহিলা কর্মী আহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন ।
আহত নারী কর্মীরা হলেন তজবি বেগম , ফিরোজা বেগম , জাহেদা বেগম , আফেরোজা বেগম ও আরিফা বেগম ।
ককটেল বিস্ফোরনের আগেই দিনাজপুর মহিলা দলের সভাপতি জিন্নাত আরা বেগম , ও সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি ও সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগমের ঘোষণা হওয়ার পর পরেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে । এর পরই কাউন্সিল কেন্দ্রীয় জাতীয়তাবাদি মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবি ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদসহ তার সফরসঙ্গী কেন্দ্রীয় নেত্রীবৃন্দ কাউন্সিল স্থল ত্যাগ করেন ।
পরবর্তীতে বিকাল ৫ টার দিকে দিনাজপুরের মুন্সিপাড়াস্থ হোটেল ড্রিম এর জরুরী সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ দাবি করেন বর্তমান সরকার জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখে ঈর্ষান্বিত হয়ে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে কাউন্সিল পন্ড করার যড়যন্ত্রের একটি অংশ মাত্র । তিনি আরো দাবি করেন এ ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রকৃত দোষীদের কে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে । কাউন্সিলে নতুন নেতৃত্ব দিনাজপুর জাতীয়তাবাদী মহিলা দল সুসংগঠিত করে এই আওয়ামী সরকারকে পতনের ঘন্টা বাজানো হবে । দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সরকারের নানা দুর্নীতির প্রতিবাদে আজকে নারীরা সোচ্চার হয়েছে এবং জাতীয়তাবাদী মহিলা দলের গণজোয়ার দেখে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা মহিলা দলের কাউন্সিল স্থলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বানচাল করার পায়তারা করছে । বিস্ফোরন স্থলের পাশে^ই পুলিশ উপস্থিত থাকলেও বিস্ফোরণ কারীদেরকে খুঁজে বের করতে না পারা একটি নাটক ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট রিনা পারভীন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মমতাজ বেগম লিপি , কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী, নবনির্বাচিত জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি জিন্নাত আরা , সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, ও সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম প্রমুখ ।
দিনাজপুর অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন ককটেল সাদৃশ্য বস্তুুর বিস্ফোরন ঘটেছে । পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করে । তদন্ত শেষে এ ব্যপারে ব্যবস্থা গ্রহন করা হবে ।