ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নবীনগরে পিকাপের ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত
  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • ২০২২-০২-২৪ ১২:১৬:৩০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় শ্রাবন (২২) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এঘটনায় আরো দুইজন গুরুত্বর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের চারপারা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রাবণ উপজেলার লাউর ফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজু (২১)এবং বাবুল মিয়ার ছেলে কাউছার(২২)। জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের চারপারা ব্রীজ সংলগ্ন এলাকায় একটি মটরসাইকেলে চরে ৩ জন আরোহী যাচ্ছিলেন। এসময় একটি পিকাপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে আরেকটি মালবাহী ভ্যান গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মটরসাইকেলে থাকা ৩জন আরোহী গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন কে মৃত ঘোষনা করেন এবং বাকি দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ