দিনাজপুর বিরলের পুলহাট বটতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রত্মা আক্তার রেশমীকে হত্যার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে পরিবার, শিক্ষক ও তার সহপাঠিরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঘন্টা ব্যাপি বিরল উপজেলার পুলহাট বটতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
বক্তরা বলেন, গত ২ মে ২০২১ তারিখে বিরল উপজেলার শহর গ্রাম ইউনিয়নের আকরগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ ফিল্মী স্টাইলে স্কুল ছাত্রী রত্নাকে অপহরণ করে তার ইচ্ছার বিরুদ্ধে নাটকীয় ভাবে বিয়ে করে। কথিত বিবাহের কয়েকদিন পর আসামী রাশেদ ২ লাখ টাকা যৌতুক দাবী করে। রত্নার পরিবার যৌতুকের চাহিদা মিটাতে না পারলে বিভিন্ন সময় রাশেদ ও তার পরিবারের লোকজন মারপিট সহ পাশবিক নির্যাতন অব্যাহত রাখে। নিহত রত্না নির্যাতনের কথা তার পিতা-মাতাকে প্রায়ই মোবাইল ফোনে জানাত। রত্নার পিতা-মাতা এ বিষয়ে প্রতিবাদ করেও কোন ফল হয়নি।
অবশেষে গত ২০ জানুয়ারি ২০২২ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় দিকে রত্নাকে পাশবিক নির্যাতন ও মারপিট করে এক পর্যায়ে রত্না অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় রত্নার পিতা এরশাদ আলী বাদী হয়ে রাশেদসহ ৫ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬৩/২০২২, তাং- ০৯/০২/২০২২ইং।
বক্তরা আরোও বলেন, রত্না আক্তার রেশমী আমাদের স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সে অত্যান্ত মেধাবী ও মিশুকমনা মেয়ে ছিল। তার হত্যা ঘটনায় আমরা মর্মাহত। দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে সবোর্চ্চ শাস্তি ফাঁসির দাবী করেন।
মানববন্ধনে অংশগ্রহণ করেন, দশম শ্রেণীর ছাত্রী বৃষ্টি, ইউ’পি সদস্য হারিসুর রহমান হারেস, নিহতের পিতা এরশাদ, এলাকাবাসী আব্দুর রহিম ও মিলনসহ শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।