ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
গোপালগঞ্জে গণধর্ষণের শিকার বিশ্ববিদ্যালয় ছাত্রী: আটক ৩, চলছে আপোশহীন আন্দোলন
  • গোপালগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-০২-২৪ ০৬:১৩:৪১

জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
এদিকে, ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় অবরোধ করছে বিশ^বিদ্যালয় শিক্ষার্থীরা। একই সঙ্গে বশেমুরবিপ্রবি’র একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা মেরে সব কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

ধর্ষণের ঘটনায় তিনজনকে আটকের পর অবরোধস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও প্রশাসনের ব্যক্তিরা। তারা শিক্ষার্থীদের আটকের বিষয়টি নিশ্চিত করে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানান। কিন্তু সন্দেহভাজন নয়; সুনির্দিষ্ট অপরাধীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার রাতে গণধর্ষণের শিকার ঐ শিক্ষার্থী তার বন্ধুর সাথে শহরের নবীনবাগ নামক স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে এক অটোতে তাদের তুলে নেওয়া হয়। পরবর্তীতে ৭/৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজ এর নির্মাণাধীন ভবনে নিয়ে ওই ছাত্রীর সাথে থাকা তার সহপাঠীকে মারধর করে এবং ঐ শিক্ষার্থীকে গণধর্ষণ করে।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে।  ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পায়ে হেটে বিক্ষুপ্ত হাজারো শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় অবস্থান করে এবং ধর্ষকদের বিচার চেয়ে ৩ দফা দাবি ও আল্টিমেটাম প্রদান করে।

আল্টিমেটামে ভোর ৬টার মধ্যে অপরাধীকে সনাক্ত এবং গ্রেপ্তারের দাবি জানায় বিক্ষুপ্ত শিক্ষার্থীরা। পরবর্তীতে ধর্ষকদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে সাড়ে ৬টার পর থেকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জস্থ ঘোনাপাড়া নামক স্থানে যানবাহন চলাচল বন্ধ করে অবরোধ পালন করছে শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ