ভোলার চরফ্যাশন-মনপুরায় মেঘনার ভাঙ্গনরোধ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চরফ্যাশন - মনপুরার প্রকল্প অনুমোদন হওয়া এলাকায় আনন্দ মিছিল ও মিস্টি বিতরন করা হয়েছে। আর এ নদী ভাঙ্গন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯২ কোটি ৭০ লক্ষ টাকা। যার মধ্যে মনপুরায় ১ হাজার ১৫ কোটি ৭০ লক্ষ টাকা ও চরফ্যাশনের মুজিবনগর ইউনিয়নে ৭৭ কোটি টাকা। মঙ্গলবার একনেক বৈঠকে মনপুরা ও চরফ্যাসনের মুজিবনগরে ভাঙ্গন রোধে গৃহীত প্রকল্পটি অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি জ্যাকবের জন্য মসজিদে মসজিদে দোয়া ও আ’লীগের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করা হয়।
একনেক সভায় নদীভাঙ্গন রোধ প্রকল্পটি পাস হওয়ার খবরে মনপুরা ও চরফ্যাশন দুই উপজেলায় ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। প্রকল্পটি অনুমোদনের জন্য অব্যাহত নদী ভাঙ্গনে ঘর-বাড়ি হারা সাধারন মানুষও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি জ্যাকবের জন্য মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করতে দেখা গেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নদী ভাঙ্গন রোধ প্রকল্প পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি জ্যাকবের প্রতি কৃতজ্ঞা জানিয়ে পোস্ট দিচ্ছেন অনেকে।
এদিকে মনপুরা উপজেলা আ’লীগের পক্ষে মাইকিং সহ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি জ্যাকবের প্রতি কৃতজ্ঞা জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।
স্থানীয়রা জানান, মেঘনার অব্যাহত ভাঙ্গনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে মনপুরা ও চরফ্যাশনের বিস্তীর্ণ এলাকা। এতে ভিটে মাটি হারিয়ে বাস্তুহারা হচ্ছে হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত জোয়ারের পানিতে ভাসে নদী তীরের বাসিন্দারা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঘর-বাড়ি, কৃষি জমি, বাজার, স্কুল-কলেজ, মাদরাসা, সড়ক ও বিভিন্ন সরকারি-বেসরকারি অবকাঠামো রক্ষা করা হবে।
এ ব্যাপারে মনপুরা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী জানান, নদী ভাঙ্গন প্রকল্পটি দুই উপজেলা মানুষের প্রাণের দাবী। প্রকল্পটি পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি জ্যাকবের কাছে দুই উপজেলার সাধারন মানুষ কৃতজ্ঞ।