ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
মৌলভীবাজারে বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • মৌলভীবাজার প্রতিনিধিঃ
  • ২০২২-০২-২৩ ০৭:৪৫:৪৯

মৌলভীবাজারে বিশ্ব চিন্তা  দিবস উপলক্ষে ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন মৌলভীবাজারের উদ্যোগে গার্লস গাইড প্রাঙ্গনে এ ডে ক্যাম্প  অনুষ্ঠিত হয়। ২২ শে ফেব্রুয়ারী সন্ধ্যায় গার্লস গাইড এসোসিয়েশন মৌলভীবাজারের জেলা কমিশনার বেগম  নুরজাহান সুয়ারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার এর সঞ্চালনায় আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিন রহমান,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি বেলাল তালুকদার।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গার্লস গাইড এসোসিয়েশন এর স্থানীয় সেক্রেটারি অপরাজিতা রায়, হেনা প্রভা সিনহা নাজমা বেগম সীমা বেগম শেখ  ছায়না সুলতানা প্রমুখ।

এর আগে দিনব্যাপী অনুষ্ঠানের জন্য সকাল থেকে লীলানাগ মুক্ত রেঞ্জার ইউনিট থেকে  শেখ শায়লা আক্তার লিশা, টিনা দেব,মোনতাহা আক্তার,মিমি আক্তার তারিন  সহ অন্যান্যরা তাবু, রান্নাবান্না নাস্তা, গেইটের ডেকোরেশন সহ পুরো গাইড হাউজ  সাজিয়েছে। বিকালে এরা  গার্ড অব ওনার দিয়ে অতিথিদেরকে বরণ করে নেয়।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা