ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নগরবাড়ী' তে ভয়াবহ অগ্নিকান্ড, দেড় কোটি টাকার ক্ষতি
  • পাবনা প্রতিনিধিঃ
  • ২০২২-০২-২৩ ০২:২৭:২৩

পাবনা জেলার আমিনপুর থানাধীন নগরবাড়ী ঘাটের নলখোলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি দোকান ভুষ্মিভুত। ২২শে ফেব্রুয়ারী (মঙ্গলবার)  রাত আনুমানিক ৭ঃ১০ মিনিটে এ অগ্নিকান্ড সংঘটিত হয়। ক্ষতিগ্রস্ত দোকানীরা হলঃ- নলখোলা বাজারের হালিম সরদারের বাদাম - কালাই এর গোডাউন, সেলিম মোল্লার চাউল- ভুঁসির দোকান, টিপু মোল্লার চাউল- ভুঁসির দোকান,উত্তম সাহার মুদি দোকান, রতন কুমার মিত্র' র চাউলের দোকান ও আসাদুজ্জামান হাসানের "হাসান স্টোর" নামক মুদি দোকান। অগ্নিকান্ডে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সুত্রে নিশ্চিত হওয়া গেছে। 

অগ্নিকান্ড বিষয়ে ইসলামপুর গ্রামের বাজার শ্রমিক হারুন বলেন, অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পরে আগুন ও ধোয়া দেখে আমি সহ ৩-৪ জন ঘটনাস্থলে এসে ব্যাপক অাগুন দেখতে পাই।  আমাদের আহাজারিতে স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে পৌছে দীর্ঘক্ষন চেষ্টার পর প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারন জানা যায় নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত "হাসান ট্রেডার্স" এর মালিক আসাদুজ্জামান হাসান বলেন,  অগ্নিকাণ্ডে আমার ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে তবে আমার বীমা করা আছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী