ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে পথশিশুর পা বিচ্ছিন্ন
  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
  • ২০২২-০২-২৩ ০২:২৩:০৯

মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে মরিয়ম আক্তার (৭) নামে এক পথশিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

রেল স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেল স্টেশনের প্লাটফর্মে প্রবেশের সময় দৌঁড়ে রেল লাইন পার হওয়ার চেষ্টা করে মরিয়ম। এসময় ট্রেনের নিচে তার একটি পা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মুহিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি স্বেচ্ছাসেবীদের পরিচালনায় আলোর পাঠশালাতে পড়াশুনা করে এবং প্লাটফর্মেই থাকে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী