কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে নির্মাণাধীন সাবমেরিন নৌঘাঁটিতে কর্মরত এক চীনা শ্রমিক মারা গেছেন। পেকুয়া থানা পুলিশ ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বানৌজা শেখ হাসিনা ঘাঁটির সি-১ ব্লকের ৬ নম্বর কক্ষে মারা যান তিনি। মৃত চায়না শ্রমিক চেন ইউকুয়ান (৫৪) দীর্ঘদিন ধরে নৌঘাঁটি নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।
পেকুয়া থানার অফিসার ইন-চার্জ শেখ মোহাম্মদ আলী চীনের নাগরিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এই প্রতিবেদককে মুঠোফোনে তিনি বলেন, নিহত চায়না শ্রমিক অন্য ৩ সহকর্মীর সঙ্গে একটি কক্ষে রাতযাপন করতেন। প্রতিদিনের মতো ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রুমমেটদের সঙ্গে ঘুমাতে যান তিনি। সকালে তাঁর রুমমেটরা তাকে ডাকলে কোন সাড়াশব্দ দেননি। এরপরই তারা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যেতেতু মৃত ব্যক্তি একজন বিদেশী নাগরিক। তাই যে কোন ধরনের ঝামেলা এড়াতে পুলিশ প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী।