ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
একুশে বইমেলা পাবনার উদ্বোধন
  • পাবনা প্রতিনিধিঃ
  • ২০২২-০২-২১ ০৮:৪৯:১২
গত ২০ ফেব্রুয়ারি একুশে বইমেলা উদযাপন পরিষদের আয়োজনে একুশে বইমেলা শুরু হয়েছে, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্ত মঞ্চ মাঠে। বিকেল ৫ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারন সম্পাদক সাংবাদিক ও কলামিষ্ট হাবিবুর রহমান স্বপন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক, সাংবাদিক, কলামিস্ট ও একুশে পদকপ্রাপ্ত গুনিজন রণেশ মৈত্র, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শামছুল হক টুকু সংসদ সদস্য পাবনা-১, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফ উদ্দীন প্রধান মেয়র পাবনা পৌরসভা, এডভোকেট বেলায়েত আলী বিল্লু সাবেক পিপি জজকোর্ট, ইদ্রিস আলী বিশ্বাস সভাপতি নাগরিক মঞ্চ পাবনা, সুলতান আহমেদ বুড়ো সাধারণ সম্পাদক গণতন্ত্রী পার্টি পাবনা। সঞ্চালনায় ছিলেন কবি ও গীতিকার আলমগীর কবীর হৃদয় ও আবৃত্তিকার আসাদ বাবু। বিভিন্ন সংগঠন এর সমন্নয়ে কোরাস গান পরিবেশিত হয়, সোনার বাংলা মা একাডেমি নৃত্য পরিবেশন করে।
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা