গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকালে একটি পটেটোর প্যাকেট না পেয়ে ছোট বোনের সাথে অভিমান করে তার বড় ভাই আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ইতলী এলাকায় ।
নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বড়ইতলী এলাকার অতুল চন্দ্র সাহার ছেলে অঙ্কন চন্দ্র সাহা (১৩)। সে উপজেলার ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র ছিল।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অঙ্কন চন্দ্র সাহা বৃহস্পতিবার সকালে তার ছোট বোন কথা চন্দ্র সাহার কাছে একটি পটেটোর প্যাকেট চায়। ওই পটেটো না পেয়ে অভিমান করে বড় ভাই অঙ্কন। ভিমানের এক পর্যায় সে তার নিজের ঘরে আড়ার সাথে গলায় কাপড় পেছিয়ে ফাঁসিতে ঝুঁলে পড়ে। টের পেয়ে পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ছাত্রকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ উজ্জল হোসেন জানান, ছোট বোনের কাছে পটেটো চেয়ে তা না পেয়ে অভিমান করে সে আত্নহত্যা করেছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।