ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পটুয়াখালীতে সাড়ে নয় লাখ জাল টাকাসহ আটক একজন
  • পটুয়াখালী প্রতিনিধি:
  • ২০২২-০২-১৭ ০৮:২৭:০২

পটুয়াখালীতে সাড়ে নয় লাখ জাল টাকাসহ খোকন ওরফে শাওন ওরফে সগিরকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। জেলার গলাচিপা পৌরসভার কাঠপট্টির এলাকার একটি চায়ের দোকান থেকে তাঁকে গতকাল বুধবার আটক করা হয়। আটক সগির জেলার রাঙ্গাবালী উপজেলার পূর্ব বাহেরচর এলাকার মৃত তোফাজ্জল ওরফে রত্তন হাওলাদারের ছেলে।

দুপুর ২ টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত প্রেসব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান,আটক সগির জাল নোট প্রস্তুতকারী ও দেশব্যাপী সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। সে ঢাকাসহ সারা দেশে দীর্ঘদিন পর্যন্ত জাল নোট সরবরাহ করে আসছিলো।  এর আগে ঢাকার কদলতলী ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০১৫ ও ২০১৮ সালে পৃথক দুটি জাল নোটের মামলায় দীর্ঘদিন কারাবাস করেছে ছগির। আটক ছগির পুলিশের জিজ্ঞাসাবাদে পটুয়াখালীতে তার একাধিক সহযোগির নাম প্রকাশ করেছে। তদন্তে তারা দোষী প্রমানিত হলে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ সুপার। 

এ বিষয় পটুয়াখালীর গলাচিপা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ