ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ঘোড়াশল পৌরসভায় মধ্যরাতে মেয়রের হানা
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০২-১৬ ০৯:৪১:০১
ডাকাতি-ছিনতাই রোধ ও মাদক নির্মূল করতে রাত ১০টা বাজলেই শহরের অলি-গলিতে হানা দিচ্ছেন পৌর মেয়র। অহেতুক ঘোরাফেরা ও সন্দেহভাজন কাউকে পেলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিচ্ছেন। তিনি বলেন ঘোড়াশাল পৌরসভায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজের ঠাই নাই। ব্যতিক্রম এমন উদ্যোগটি নিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার। রাত ১০টা বাজলেই পৌর কাউন্সিলরদের সাথে নিয়ে ও থানা পুলিশের সহযোগিতায় শহরের অলি-গলিতে অপরাধ প্রবণতা রোধ করতে ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করছেন তিনি। পৌরবাসীর নিরাপত্তা জোরদারে মেয়রের এমন ব্যতিক্রম উদ্যোগের প্রসংশা কুড়াচ্ছে সর্বমহলে। ঘোড়াশাল পৌর বাসিন্দা আব্দুল আজিজ মিয়া ও চিত্র রঞ্জন সাহাসহ একাধিক বাসিন্দা জানান, একজন মেয়র নিজে পৌর কাউন্সিলরদের সাথে নিয়ে পৌরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে রাতের প্রহরী হয়ে শহরের অলিগলিতে অপরাধ প্রবণতা রোধ করতে ও মাদক নির্মূলে অভিযান চালাচ্ছে। যা এক কথায় নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে পৌরবাসীর জন্য। এমন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, পৌরসভার উন্নয়নের পাশাপাশি পৌরবাসীর জান-মালের নিরাপত্তা জোরদার করা বেশি জরুরি। ঘোড়াশাল পৌর শহরে কোনো মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না হুঁশিয়ারি দিয়ে মেয়র আরও বলেন, কয়েক দিন ধরে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে অপরাধ প্রবণা একটু বৃদ্ধি পেয়েছে। তাই, পৌরবাসীর জান-মালের নিরাপত্তার কথা মাথায় রেখে পৌর কাউন্সিলরদের সাথে নিয়ে থানা পুলিশের সহযোগিতায় নিজেই পৌর এলাকার প্রহরীর দায়িত্ব গ্রহণ করেছি। এছাড়া ডাকাতি, ছিনতাই রোধ করতে ও মাদক নির্মূল করতে পৌরবাসীকে সচেতন করার পাশাপাশি ঘোড়াশাল পৌর শহরের বিভিন্ন অন্ধকার অলি-গলি গুলোকে আলোকিত করে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ঘোড়াশাল রেল স্টেশন এলাকার ঝোপঝাড় পরিস্কার করে স্টেশনকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। পলাশ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, “পুলিশই জনতা,জনতাই পুলিশ” আমাদের এই স্লোগানকে সামনে রেখে ঘোড়াশাল পৌর মেয়রের সাথে একত্রি হয়ে প্রতিদিন রাত ১০টার পর থেকে পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারের সাথে পুলিশের একটি টিমও কাজ করছে। সবার সহযোগিতা ও সচেতনতায়ই অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত