ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
ভোলায় মুজিব শতবর্ষ ক্রিকেট ও দাবা লীগের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রিড়া সচিব
  • ভোলা প্রতিনিধি:
  • ২০২২-০২-১০ ০৭:১৯:২৫

ভোলায় মুজিব শতবর্ষ ভোলা জেলা ক্রিকেট ও দাবা লীগ ২০২১ - ২০২২ এর শুভ উদ্বোধন করেন যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় জেলা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন শেষে জেলা ক্রিড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এ সময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর হোসেন আলো, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ। এর পূর্বে ভোলা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের  সচিব মেজবাহ উদ্দিন। সকাল ১১ টায় ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য যুবুকদের কাজে লাগিয়ে দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা।তিনি পরনির্ভর না হয়ে দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মান করে বিশ্বের দরবারে এখন উন্নয়নের মডেল। তিনি সকলকে আন্তরিকতার সাথে কাজ করার তাগিদ দেন। যুবুকদের প্রশিক্ষনের মাধ্যমে কাজে লাগিয়ে মাদকাসক্ত থেকে বিরত রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম,পরিচালক  যুব উন্নয়ন অধিদপ্তর (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল হামিদ খান,উপ পরিচালক যুব অধিদপ্তর মোঃ আবেদ শাহ, সকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ।

বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়ার সাঁতার প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডোমারে ক্রীড়া অফিসের উদ্যোগে গ্রামীণ ভলিবল প্রতিযোগীতা
সর্বশেষ সংবাদ