ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বান্দরবানে মাস্ক বিতরণ করেছে পৌর আওয়ামীলীগ
  • বান্দরবান প্রতিনিধি:
  • ২০২২-০২-০৬ ০৪:৩২:২৬

বান্দরবানে করোনা ভাইরাসের সংক্রমণরোধে ও মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে সাধারণ মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে বান্দরবান পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

বান্দরবান পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে মাস্ক বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুর রহিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশসহ প্রমুখ। পরে পার্বত্য মন্ত্রী বান্দরবান বাজার, ট্রাফিক মোড়সহ জেলা সদরের বিভিন্ন সড়কের পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

ডেঙ্গুতে আক্রান্ত ৬৭ জন হাসপাতালে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮২
বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত