মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন হত্যা চেষ্টা মামলায় কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। ২৬ জানুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুক'র আদালত এই নির্দেশ দেন।
কক্সবাজারের একজন জ্যেষ্ঠ আইনজীবী জানান, ২৬ জানুয়ারি সকালে মেয়র মকসুদ মিয়া আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ নভেম্বর রাতে মহেশখালীতে হত্যা চেষ্টার শিকার হন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আমজাদ হোসেন। কয়েক দিন পর মকসুদ মিয়াকে প্রধান আসামী করে মহেশখালী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন তিনি।