ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
উত্তরণ পাবনা ও থিয়েটার ৭৭ এর আয়োজনে নাট্যাচার্য সেলিম আল-দীন এর স্বরণ সভা
  • পাবনা প্রতিনিধিঃ
  • ২০২২-০১-২২ ০৭:১৫:৩৯

উত্তরণ পাবনা ও থিয়েটার’৭৭ এর উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল-দীনের ১৪তম প্রয়াণ দিবস কে কেন্দ্র স্বরণ সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০’ জানুয়ারী) বিকেলে পাবনার শহরের এ আর কর্ণার তৃতীয় তলায় থিয়েটার’৭৭ কার্যালয়ে উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি আলমগীর কবীর হৃদয়ের সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।

উত্তরণ পাবনার শাখা সমন্বয়ক ফাহাদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম থিয়েটার পাবনা বনমালী অঞ্চলের সমন্বয়ক মো. আবুল কাশেম, ছড়াকার ও চলচ্চিত্র নির্মাতা দেওয়ান বাদল, মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, গণসংগীত গবেষক মীর্জা রানা, শিশু সাহিত্যিক মোকছেদুর রহমান।

বক্তাগণ বলেন নাট্যাচার্য সেলিম আল-দীন ছিলেন একাধারে গবেষক, শিক্ষাবিদ, কবি প্রবন্ধিক ও ন্যাট্যকার। তিনি তাঁর জীবদ্দশায় বাংলা একাডেমী পদক ও একুশে পদকসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন। তাঁর মৃত্যুতে নাট্যজগতে অপুরনীয় ক্ষতি সাধিত হয়েছে। 

স্বরণ সভায় উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার সহ সম্পাদক রুদ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ প্রচার সম্পাদক মরিয়ম বেলারুশী, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবন্তী মায়া, সদস্য সুমাইয়া আফরিন তন্নী, সংগীত শিল্পী রজনী আক্তার ও শিক্ষার্থী রিয়া বিশ্বাস প্রমুখ।

প্রথমবারের মতো এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন
রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!