ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিদারের স্বপ্নের প্রতিজ্ঞা শোবিজ
  • রংপুর প্রতিনিধি:
  • ২০২২-০১-১৬ ০৭:০৬:৩৮

স্বপ্ন, অঙ্গীকার আর সাহসের অনবদ্য উপমা রংপুরের দিদার। সাহসের সঙ্গে স্বপ্ন পূরণের অঙ্গীকার কিংবা প্রতিজ্ঞা  তখনি পূরণের পথে হাঁটে যখন সেটা অন্তরে পোষণ করা হয়। দিদারের অন্তরে শোবিজে আসন গড়ার ইচ্ছে ছিল অথচ অনুমানেও আঁচ করতে পারেনি কেউ। রংপুরে নিজস্ব জিম ব্যবসা এবং নানা সামাজিক কাজে তাকে ব্যস্ত থাকতে দেখেছি। তার বেড়ে উঠা জীবনে গরীব এতিম ও নিঃস্ব মানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়াবার অদম্য আগ্রহ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিস্তর প্রমাণও রয়েছে। সম্প্রতি দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এর সাথে তার কিছু ছবি ভাইরাল হয়েছে। পরে জেনেছি তিনি কালব রিসোর্ট এর একটি বিজ্ঞাপন করতে গিয়ে অভিনেত্রী মিমের সাথে ক্ষণিকের জুটি বেঁধেছিল। এখন অন্য আর একটি বিজ্ঞাপনচিত্রে দেশের সেনসেশনাল নায়িকা নামে পরিচিত নিপা আহমেদ রিয়েলির সাথে জুটি বেঁধেছেন মডেল ও অভিনেতা আব্দুল কাদের দিদার। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নির্মাতা অনিক বিশ্বাস। এভাবে একের পর এক বিজ্ঞাপন চিত্রে অভিনয় করে চমকে দিচ্ছেন সবাইকে। জিম ব্যবসায়ী থেকে কষ্টসাধ্য তারকাখ্যাতি পেতে দিদার পর্দায় তারুণ্যের ঝলকানিতে এগিয়ে চলছেন।

জানা গেছে, ঢাকাই চলচিত্রে নতুন জুটি হিসেবে আসছে রিয়েলি ও দিদার। ‘খোদা হাফেজ’ ছবিতে দেখা যাবে এই  নতুন জুটিকে। অনিক বিশ্বাস পরিচালিত খোদা হাফেজ ছবিতে অভিনয়ের জন্য গত ৭ জানুয়ারী এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দিদার। দিদার বলেন, আমি একটি ভালো কাজের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। পুরো তরুণ একটি টিম কাজ করছে ছবিটিতে । আমি আমার সেরাটি দেয়ার চেষ্ঠা করব। নির্মাতা তানভীর শেহজাদের হাত ধরে মিউজিক ভিডিও মাধ্যমে মিডিয়াতে পা রাখেন আব্দুল কাদের দিদার। ‘ডুব সাঁতারে’ ও ‘মন দরিয়া’ শিরোনামে দুটি মিউজিক ভিডিও করেছেন। দিদার বলেন, দেশের চলচ্চিত্রের অবস্থা উন্নতি হবে। ডিজিটালাইজড হবে। সেই আশায় শোবিজে নেমেছি। চলচ্চিত্র হলো একটি জাতির সৃজনশীলতার বহিঃপ্রকাশ। নান্দনিক অভিনয়ের মাধ্যমে এটির বাস্তবায়নই আমার লক্ষ্য।

প্রথমবারের মতো এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন
রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!