দিনাজপুর হিলি সীমান্তের জিরো পয়েন্ডে ভুলবসত ভারতীয় সীমানায় প্রবেশ করায় আরাফাত হোসেন শান্ত (১৫) ও রুহুল আমিন (১৩) নামে দুই মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মাদ্রাসা শিক্ষকদের নিকট থেকে বিষয়টি জানার পর বিএসএফের কাছে ওই দুই ছাত্রকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রবিবার (১৬ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার ১০-এস-এর বালুর চর এলাকার ভারত অংশ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
মাদ্রসাছাত্র রুহুল আমিন হিলি বালুর চর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে ও আরাফাত হোসেন শান্ত একই এলাকার আরমান আলীর ছেলে। তারা আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার দশম ও অষ্টম শ্রেণির ছাত্র।
মাদ্রসার সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে টিকা প্রদান শেষে সহপাঠীদের সঙ্গে হিলি বাজারে ঘুরতে আসে তারা। সকল সহপাঠীরা ফিরে আসলেও দুই জন হিলি সীমান্ত এলাকায় ঘুরতে যায়। রেললাইন ধরে হাঁটতে হাঁটতে নিচে ভারতের দিকে নেমে যায়। এ সময় তাদেরকে ডাক দিয়ে কথা বলে ধরে নিয়ে যায় বিএসএফ।
আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, আজ আমাদের মাদ্রসার সকল শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের তারিখ ছিল । তাই তারা টিকা দেওয়ার জন্য তাদেরকে নিয়ে হিলি স্থলবন্দরের কেন্দ্রে আসি। টিকা প্রদান শেষে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল হিলি সীমান্তের চেকপোস্ট গেটের দিকে ঘুরতে যায়। একপর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে ভারতের অংশে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ তাদেরকে আটক করে নিয়ে যায়।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন জানান, মাদ্রসার শিক্ষকের নিকট থেকে বিষয়টি জানার পর দুই স্কুলছাত্রকে ফেরত চেয়ে আমরা বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দিয়ে জানিয়েছি। তারা যে বাংলাদেশি নাগরিক এমন প্রমাণ চেয়েছে বিএসএফ। আমরা এজন্য ওই দুই শিক্ষার্থীর অভিভাবককে জন্ম নিবন্ধন নিয়ে আসার জন্য বলেছি। জন্ম নিবন্ধন তারা আসলে আমরা দুই জনকে ফেরত নিয়ে আসবো।