ঢাকা বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
দিনাজপুর চিরিরবন্দরে শ্যামলী কোচ- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত-২
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২২-০১-১৬ ০৫:৪০:৪২

দিনাজপুর  ফুলবাড়ী মহাসড়কের  ঢাকাগামী শ্যামলী কোচ ঢাকা মেট্রো-ব ১৫১৭৬৬ এর সাথে যাত্রীবাহি অটোরিকশার মুখোমুখি  সংঘর্ষে ঘটনায় ২ জন নিহত ও আরোও ২ জন মারাত্মক ভাবে আহত হয়েছে।

আজ রবিবার (১৬ জানুয়ারি) দুপুর ১ টার দিকে চিরিরবন্দর উপজেলার পুনোট্রি ইউনিয়নের আমবাড়ী ব্রিজের নিকট দৌলতপুরে এই সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার ভবানিপুর গ্রামের দেলোয়ার হোসেন (৫০) ও একই উপজেলার করুঞ্জী গ্রামের ইছাহাক আলী (৪৫)।

সড়ক র্দূঘটনায় নিহত ও আহতের সংবাদটি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন দুপুর ১২ টার দিকে উপজেলার আমবাড়ী বাজার থেকে অটোরিকশা চালক তিনজন যাত্রী নিয়ে যাচ্ছিল বিপরীত দিক থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের কোচটি নিয়ন্ত্রন হারিয়ে সরাসরি অটোরিকশার সাথে ধাক্কা লেগে যায়। অটোরিকশাটি ধুমরেমুচরে মহাসড়কের উপর পড়ে যায়। অটো রিকশা থাকা যাত্রী একজন নিচে পড়েই ঘটনা স্থলেই মারা যায়। আরো তিনজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরোও একজনের মৃত্যু হয়। আরোও ২ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের নিকট লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক শ্যামলী পরিবহনের কোচটি স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। 

তবে এ ব্যাপারে চিরিরবন্দর থানায় পৃথক পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে পঞ্চগড়ে আইডিইবি'র সংবাদ সম্মেলন
গাজীপুর দুইশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নীলফামারীতে চাল সংগ্রহ করা হবে ২২হাজার  ৬৬৩ মেট্রিক টন, হলো উদ্বোধন
সর্বশেষ সংবাদ