ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
মাধবদী প্রেসক্লাবের নতুন ভবন পরিদর্শনে জজ ভূঞা গ্রুপের এমডি
  • মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
  • ২০২২-০১-১৬ ০৫:০১:১১

নরসিংদীর মাধবদীর ঐতিহ্যবাহী সংগঠন মাধবদী প্রেসক্লাবের নতুন ভবন পরিদর্শনে আসেন বাংলাদেশে স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান জজ ভূঞা গ্রুপের কর্ণধার মোঃ ফায়জুর রহমান ভূঞা জুয়েল। গত ১৫ জানুয়ারি রাত ৭টায় তিনি প্রেসক্লাবের নতুন ভবন পরিদর্শন করতে আসেন। এসময় তিনিকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের কর্মকর্তাগণ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আপনাদের দেশের ও সরকারের ভালো দিক গুলো লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে। তাহলেই আমরা এগিয়ে যেতে পারব। আমি সবসময় আপনাদের পাশে আছি। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক নরসিংদীর বাবুরহাট বার্তার প্রকাশক ও সম্পাদক মোঃ জসিম উদ্দিন ভূইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারন সম্পাদক ও সাপ্তাহিক জনতার চিন্তার প্রকাশক ও সম্পাদক মোঃ হোসেন আলী। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান সিরাজ, সহ-সভাপতি এড. আবুল আবুল হাসনাত মাসুম, সাবেক সভাপতি ও সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, ক্লাবের সাবেক সভাপতি ও জাগরণী টিভির মাধবদী প্রতিনিধি মোঃ মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মোঃ সেলিম মিয়া,  যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার মাধবদী প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, কোষাধক্ষ্য ও দৈনিক আলোচনা পত্রিকার মাধবদী প্রতিনিধি ওবায়দুল রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার ফজলুল হক মিলন, নির্বাহী সদস্য ও দৈনিক সংবাদপত্র পত্রিকার মাধবদী প্রতিনিধি মোঃ আল আমিন, সাপ্তাহিক আরশিতে মুখ পত্রিকার মাধবদী প্রতিনিধি কাজী জয়নাল, মোহনা টিভির মাধবদী  প্রতিনিধি মোঃ রেজাউল করিম, দৈনিক যায়যায়দিন পত্রিকার মাধবদী প্রতিনিধি মুহাম্মদ মুছা মিয়া,  সদস্য ও চ্যানেল এস টিভির মাধবদী প্রতিনিধি সুমন পাল, বিজয় টিভির মাধবদী প্রতিনিধি মোঃ জাকারিয়া, অপরাধ কন্ঠের ষ্টাফ রিপোর্টার জিএম মতিউর রহমান, মোঃ হুমায়ুন কবীর ভূইয়া, দৈনিক নবচেতনা পত্রিকার মাধবদী প্রতিনিধি মোঃ ছবির মিয়া, দৈনিক মুক্ত খবর পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, দৈনিক দেশেরকন্ঠ পত্রিকার মাধবদী প্রতিনিধি মোজাম্মেল হক দিনার, বঙ্গ টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রমজান, চ্যানেল সিক্স টিভির প্রতিনিধি মাসুম পারভেজ জয় প্রমুখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী