ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নীলফামারীতে ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে কম্বল বিতরণ
  • নূর আলম, নীলফামারী
  • ২০২২-০১-১৫ ০৪:৫৪:৪৪

নীলফামারী পৌর মাঠ ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে পাঁচ'শ কম্বল বিতরন করা হয়েছে।

শনিবার দুপুরে পৌরসভা মাঠ প্রাঙ্গণে   বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, নীলফামারী চেম্বার অব কমাস এর পরিচালক হামিদুল ইসলাম, হোসেইন খান মানিক বক্তব্য দেন।
 
পৌর মাঠ ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাছুম ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রউফ রানা। সমবায় সমিতির কোষাধ্যক্ষ শাহিন কামাল জানান, অনুষ্ঠানে পাঁচ'শ মানুষকে একটি করে কম্বল বিতরন করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী