ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
বাবার সাথে স্কুলে যাওয়া হলো না নাঈমের
  • লালমনিরহাট প্রতিনিধি:
  • ২০২২-০১-১২ ০৩:১৪:৫৬
লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুল যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 
 
বুধবার সকালে ওই উপজেলার আরডিআরএস অফিস সংলগ্ন বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ সড়ক দূঘর্টনা ঘটে। 
 
এ সময় ওই শিশুর চাচা সাগর গুরুত্বর আহত হয়েছে। শিশু নাঈম বড়খাতা ইউনিয়নের পুর্ব সারডুবী গ্রামের বাসিন্দা ও হাতীবান্ধা সাব রেজিষ্ট্রি অফিসের কর্মচারী ফারুক হোসেনের পুত্র বলে জানা গেছে।
 
জানা গেছে, শিশু নাঈম তার বাবা ও চাচার সাথে মোটর সাইকেল যোগে হাতীবান্ধায় স্কুলে যাচ্ছিল। এ সময় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নাঈম নিহত হয়। এ সময় বাবা ফারুক ও চাচা সাগর গুরুত্বর আহত হয়েছে। পুলিশ ওই ট্রাকের চালক বাবুকে আটক করেছে।
 
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী