ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
অহেতুক কারনে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২২-০১-১১ ০৬:১১:৩৯

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদে-ভারত সীমান্তে আর হত্যার ঘটনা ঘটবে না। আমরা দুপক্ষই সিদ্ধান্ত নিয়েছি সীমান্তে কোন অস্ত্র ব্যবহার করা হবে না। তারপরও যেসব ঘটনা ঘটে তা পরবর্তীতে দুপক্ষ বসে সমঝোতা করা হয়। সীমান্ত হত্যা বন্ধে আমরা সবাই আন্তরিক।

এসময় তিনি আরও বলেন, অহেতুক কারনে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা হয়নি। তারা হামলা, অগ্নি সংযোগসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িত ছিল বলেই মামলা হয়েছে।

তিনি গতকাল মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের ধরলা সেতু এলাকায় র‌্যাব-১৩ উদ্দোগে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, র‌্যাবের মহা পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, প্রাথমিক ও গন শিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনসহ স্থানীয় সংসদ সদস্যগন ও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা