দিনাজপুর পার্বতীপুরের আলোচিত ৫ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার ধর্ষক সাইফুল ইসলাম (৪২) কে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে আদালত। একই মামলায় আফজাল হোসেন কবিরাজ (৪৮ কে বেকলুস খালাস প্রদান করেছে।
আজ সোমবার দুপুর দুইটার দিকে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এই রায় প্রদান করেন। শিশু ধর্ষণ মামলার রায় প্রদান করার সময় ধর্ষক সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজ আদালতে উপস্থিত ছিল।
শিশু ধর্ষক সাইফুল ইসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার শিংগীমারী তকেয়াপাড়া জমিরহাট গ্রামের জহির উদ্দীনের ছেলে।
দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট তৈয়বা বেগম জানান, দীর্ঘ পাঁচ বছর পর আলোচিত পুজা রানী শিশু ধর্ষণ মামলা এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি। দীর্ঘদিন করোনা কালীন সমম আদালত বন্ধ থাকায় এই মামলাটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। পরবর্তীতে মামলাটি পুনরায় গতি আনার পর মামলাটির রায় প্রদান করা হয়েছে। এই মামলায় ২৩ জনের সাক্ষ্য গ্রহন করা হয়েছে। আদালতে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি তর্কের ভিত্তিতে আজকের রায় প্রদান করা হলো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে ।
আসামী পক্ষের উকিল আজমত উল্লাহ আজম জানান এই মামলার রায় তরিঘড়ি করে আদেশ প্রদান করা হয়েছে। আমার মক্কেল সাইফুল ইসলাম ন্যায় বিচার পায়নি। আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে ন্যায়বিচার পাব এবং আমার আসামি বেকসুর খালাস পাবে।
গত ১৮ই অক্টোবর ২০১৬ আসামী সাইফুল ইসলাম শিশুটির বাড়ীর পাশ থেকে ফুসলিয়ে একটি নির্জন ঘরে আটকে রাখে ধর্ষন ও বিড়ির আগুন দিয়ে জ্যাকা প্রদান করে। তার পরের দিন ১৯ অক্টোবর সাইফুলের বাড়ীর পাশ্ববর্তী হলুদ ক্ষেতে উলঙ্গ ও রক্তাক্ত অবস্থায় অচেতন অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। শিশুটিকে এখন ঢাকায় একটি বেসরকারী সংস্থার সহযোগিতায় চিকিৎসা প্রদান করা হচ্ছে।