জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফুলে ফুলে ছেয়ে গেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধি সৌধ বেদি। দিনটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগ প্রেডিয়ামের সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তারা।
এসময় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জাতীয় সংসদের হুইফ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি সহ গোপালগঞ্জ জেলা এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গোপালগঞ্জ জেলা প্রশাসন, গোপালগঞ্জ জেলা পুলিশ, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, বরিশাল জেলা আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুব লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্র লীগ গোপালগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ, ৭১ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক ফোরাম, বিআইডব্লিউটিএ, মুকসুদপুর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানগণসহ সাধারণ মানুষ সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জেলা পরিষদ হল রুমে টুঙ্গিপাড়ার অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ রাসেল দুস্থঃ শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রের নিবাসীদের হাতে শীতের পোষাক এবং কম্বল তুলে দেন বাগেরহাট- ২ আসনের এমপি শেখ তন্ময়।