ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পটুয়াখালীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
  • পটুয়াখালী প্রতিনিধি:
  • ২০২২-০১-১০ ০৩:৫৯:১০

পটুয়াখালীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সোমবার সকাল ৮টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাক উত্তোলন করা হয়। এসময় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্না ও সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সুলতান আহমেদ মৃধাসহ আওয়ামীলীগীগের অংগ সংগঠনের নেতাকর্মীরা। বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা