ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)
  • পঞ্চগড় প্রতিনিধিঃ
  • ২০২২-০১-০৯ ০৭:০৯:২৮
পঞ্চগড় জেলা শাখার আয়োজনে গত ০৮ জানুয়ারী ২০২২, সন্ধ্যা ৬ টায়, কেন্দ্রীয় শহীদ মিনার, পঞ্চগড়ে পথনাটক "৭১ থেকে ২১" মঞ্চায়ন হয়। নাকটিতে ২৬ মার্চ ১৯৭১ থেকে ২০২১ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ভিত্তিক ঘটনা তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তান আর্মি কর্তৃক গ্রেফতার, বঙ্গবন্ধুর স্বপ্ন, স্বাধীনতা বিরোধি চক্রের বর্তমান পেক্ষাপট, মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনাকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার চেষ্টা সহ বর্তমান চিত্রও তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পঞ্চগড়ের সম্মনিত জেলা প্রশাসক জনাব মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ ( অফিসার ইনচার্জ, সদর থানা, পঞ্চগড়), জহুরুল ইসলাম (পুলিশ পরিদর্শক, পঞ্চগড়) ও রবিউল হাসান সরকার (পুলিশ পরিদর্শক, পঞ্চগড়র) সহ আরো উপস্থিত ছিলেন আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) জেলা কমিটির এ্যাড. জালাল উদ্দীন, আব্দুস সালাম, আব্দুস সাত্তার, এ্যাড. লিটন সহ বিভিন্ন রাজনৈতিক, সংবাদকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ- সংগঠনের ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিনুর হোসেন শাহিন। জেলা প্রশাসক বলেন, "জাতির জনক বঙ্গবন্ধুর ইতিহাস অনেকে বিকৃত করছে কিন্তু এই নাটকটি ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে। নতুন ঘরনার নাটকটি নতুনদের জন্য বাংলাদেশের ইতিহাস জানার ক্ষেত্রে অবদান রাখবে।" নাটকটি রচনা ও নির্মান করেছেন এম.এস রিপন, রনি শীল ও এম. নাজমুল হোসেন। কোরিওগ্রাফি ও মিউজিক করেছেন রনি শীল (চেম্বার অফ আর্টস)। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া, আব্দুর রউফ, রফিকুল ইসলাম, মনছুর, সানোয়ার হোসেন, এম.এস. রিপন, মিথিলা, প্রান্ত, আবিদ ও প্রমুখ ব্যবস্থাপনা ও পরিকল্পনা এম. এস. রিপন, এন. ওয়াই. ডি. সি টিটু ও এম. আর. বি. মানিক।
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ