ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
শেখ হাসিনাকে হত্যা করে শোষকরা ক্ষমতা নিতে চায়: পরিকল্পনা মন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২২-০১-০৯ ০৭:০৪:২৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আশুতোষ চক্রবর্তী শিক্ষাবৃত্তি পেয়েছে উপজেলার ৭৫ শিক্ষার্থী। রবিবার সকালে সরাইল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়। আয়োজনটি ইউনিভির্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি শিক্ষা উদ্যোগ। অষ্টমবারের মতো শিক্ষার্থীদেরকে এ বৃত্তি দেওয়া হলো। শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক অনুদানের পাশাপাশি মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট বক্স দেওয়া হয়। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি বলেন, 'শিক্ষায় আমরা এখনো পিছিয়ে। আমাদের স্বাক্ষরতার হার ৭৫ ভাগ। এর মধ্যে ২০ ভাগ নাম লেখতে পারে।' তিনি বলেন, 'বাংলাদেশ সাধারন দেশ নয়। কম দেশই আছে দেশের জন্য জীবন দিয়েছে। গত ১২ বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে। আগে আমাদের উপোস সময় কাটতো। এখন তিন বেলা ভাত খেতে পারি।' প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'তাঁকে হত্যা করতে পারলে শোষকদের হাতে চলে যাবে। আমাদের প্রয়োজন শেখ হাসিনার শক্তি যেন সুসংহত থাকে। তিনি কৌশলী নেতৃত্ব।' অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল, পুলিশের সরাইল সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ আনিছুর রহমান, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট মো. নাজমুল হোসেন। বাচিকশিল্পী মো. মনির হোসেনের সঞ্চলনায় এতে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশলী তন্ময় চক্রবর্তী, here মুক্তমঞ্চ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নারায়ণ চক্রবর্তী, শিক্ষক শেখ সাদী, শিক্ষার্থী জুঁই দেবনাথ, আমীর হামজা ।
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ