ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত
  • চাঁদপুর প্রতিনিধি:
  • ২০২২-০১-০৫ ০৮:৩৫:১৩
চাঁদপুরের কচুয়া ও হাইমচরে পঞ্চম ধাপের নির্বাচনী সহিংসতায় দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়াগেছে। ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চুরিকাঘাতে একজন নিহত হয় কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের হাতিরবন্ধ কেন্দ্রের বাহিরে। তার নাম শরীফ। আরেকজনের মৃত্যু হয় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা ৬নম্বর ওয়ার্ডে। তবে তার নাম এখন পর্যন্ত জানা যায়নি। দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিষ্ফরণ ঘটাতে গিয়ে সে গুরুতর আহত হয়। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, নীল কমল ইউনিয়নে একজনের মৃত্যু হয়েছে। তবে তার নাম ঠিকানা জানাযায়নি। অজ্ঞাত হিসেবে আছে। পরে বিস্তারিত জানানো হবে। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় দুইজনের মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ