ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
দিনাজপুর পার্বতীপুরে দোলনচাঁপা ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২২-০১-০৫ ০৭:০৬:৩৭

দিনাজপুর পার্বতীপুরে মন্মথপুর রেলগেট এলাকায় বালুবাহী ট্রাকের সাথে দোলনচাঁপা এক্সপ্রেস এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৫টি বগি লাইনচ্যুত হয়েছে । ৫ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু করেছে ট্রেনের বগি উদ্ধারকারী একটি দল

এছাড়া দুর্ঘটনায় কবলিত বালুঘাট ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে পড়ে আছে। 

আজ বুধবার ভোর চারটার দিকে মন্মথপুর দুর্গাপুর রেল গেটে এই দুর্ঘটনাটি ঘটে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দিনাজপুর চিরিরবন্দর রেল স্টেশন মাষ্টার  সাইফুল ইসলাম বলেন পার্বতীপুর থেকে যাত্রীহীন দোলনচাঁপা ট্রেনটি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়।পথে মনে পার্বতীপুরের মন্মথপুর দুর্গাপুর রেল ক্রসিং  রেললাইনের উপর  বালুবাহী ট্রাক আটকা পড়ে যায়। ঘন কুয়াশার কারণে ট্রেনচালক বালুবাহী ট্রাকটিকে দেখতে না পেয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ট্রাকের চালক ছিল না বলেও জানা গেছে। ট্রেন দুর্ঘটনা হওয়ার সাথে সাথে বিকট শব্দ করে বালুবাহী ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে পড়ে যায়। পরে ট্রেনটির ইঞ্জিন সহ ছয়টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। ট্রেনে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রেনচালক অক্ষত অবস্থায় রয়েছে বলেও স্থানীয়রা জানিয়ে। পরে স্থানীয়রা ত্রিপুল নাইনে ফোন করে ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে। সকাল ১১ টার দিকে একটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া দোলনচাঁপা ট্রেনের বগি উদ্ধারের কাজ চলছে। 

চিরিরবন্দর রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম আরও বলেন বিকাল তিনটার মধ্যে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষ করে  দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ