ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বান্দরবানে ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২১-১২-৩০ ০৩:৫৬:২১
সারা দেশের ন্যায় বান্দরবানেও আজ থেকে ৩ দিনব্যাপী শুরু হয়েছে  জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির উদ্দ্যোগে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা উদ্ভোধন করা হয়। 
 
এসময় বই মেলা উদ্ভোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা উদ্ভোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 
পরে এই বই মেলা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী  বাহাদুর উশৈসিং বলেন, জতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্ম শত বার্ষিকী  ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর মহেন্দ্রক্ষণ উপলক্ষ্যে জাতির মনন ও মেধা বিকাশে আলোকিত মানুষ গঠনের লক্ষ্যে এই বই মেলা। তিনি আরো বলেন, আক্ষরিক জ্ঞান না থাকলে আমাদের মাতৃ ভাষা বিশ্বে স্বীকৃতি পেত না।জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প নাই।বই মেলা শুধু মেলা নয়। জ্ঞান পিপাসুদের জ্ঞান অর্জনের সম্ভার। এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার জেরিন আখতার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম, সিভিল সার্জন অং সুই প্রু চৌধুরী'সহ প্রমুখ । এই বই মেলায় মোট ৩২টি স্টল স্থান পেয়েছে।
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা