ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
লালমনিরহাটে ইউ-পি নির্বাচনে ভোট গ্রহন শুরু
  • লালমনিরহাট প্রতিনিধি:
  • ২০২১-১২-২৬ ০১:১৬:০৪
লালমনিরহাটের হাতীবান্ধায় ৪র্থ ধাপে ১২ টি ইউনিয়নে নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টায় ওই উপজেলার ১২ টি ইউনিয়নের ১১০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। ১২ টি ইউনিয়নে ১৫৬টি পদের বিপরীতে চেয়ারম্যান পদে ৭৩ জনসহ প্রায় ৬ শত জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছেন। নির্বাচন সুষ্ঠ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন।
 
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, ১২ টি ইউনিয়নে ১১০টি কেন্দ্রে ৫৩২টি বুথে ১ লক্ষ ৮৪ হাজার ৮ শত ৫ জন ভোটার তাদের ভোটাধিক প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠ করতে ১৩ জন ম্যাজিস্ট্রেটসহ বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারদের সমন্বয়ে ৪ স্থরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যান, মহিলা সদস্যা ও সাধারণ সদস্য পদের ১৫৬জনের বিপরীতে চেয়ারম্যান পদে ৭৩ জনসহ প্রায় ৬ শত জন প্রার্থী নির্বাচন করছেন।
 
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, জেলার ৫টি উপজেলার মধ্যে ইতোমধ্যে ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৫ জানুয়ারী পাটগ্রাম উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা