ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “বীরেরমুখে মুক্তিযুদ্ধের বীরগাঁথা শোনা” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুক্তিযুদ্ধের বীরগাঁথা শোনান স্থানীয় সংসদ সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় তিনি শিক্ষার্থীদের সামনে ৬৯ এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতায় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য রাখেন অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক ফরিদা নাজমীন। অনুষ্ঠানে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সূধীজন অংশগ্রহন করেন।