সুহিলপুরে নৌকা প্রতিকে জয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহবান
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
-
২০২১-১২-১৩ ১২:১০:২৪
- Print
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও তাতী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সুহিলপুর বাজারের চাঁদনী মার্কেট চত্ত্বরে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস।
সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় সুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রশিদ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাতী লীগের সাদারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন রানা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুল আলম, সদর উপজেলার তাঁতী লীগের আহবায়ক তাজদীদ রহমান, সদর উপজেলা যু্বলীগের সহ সম্পাদক এহসানুল হক রিপন, সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী শাহারুল, বন ও পরিবেশ পরিবেশ বিষয়ক সম্পাদক সাচ্চু মিয়া, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাহিন খন্দকার, জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমজাদ হাজারী কাজল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। গ্রামকে শহর করার পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। আর এই উন্নয়নের প্রতিক নৌকা। তাই নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার কোন বিকল্প নেই। এসময় বক্তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের মহাকবি জননেতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আর মোকতাদির চৌধুরীর নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রশিদ। সুহিলপুর ইউনিয়নের উন্নয়নে নৌকা প্রতিকে আব্দুর রশিদকে বিজয়ী করতে নেতাকর্মীদের কাজ করা আহবান জানানো হয়।