ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
নানা কর্মসূচীর মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মুক্ত দিবস পালিত
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২১-১২-১১ ০৪:২২:৫২

১১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ আশুগঞ্জ উপজেলা কাউন্সিলের উদ্যোগে আশুগঞ্জ গোলচত্ত¡রে মুক্তিযোদ্ধের সম্মুখ সমর স্মৃতিস্তম্ভে পতাকা উত্তোলন ও  পুস্পস্তবক অর্পন করা হয়। পরে মুক্তিযোদ্ধের সম্মুখ সমর স্মৃতিস্তম্বের চত্ত¡রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি। সভায় আশুগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য এডঃ কামরুজ্জামান আনসারী, আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার ওসি তদন্ত মনির হোসেন. উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হেবজুল বারি, বীর মুক্তিযোদ্ধা শেখ জসিম প্রমূখ। 

উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ডিসেম্বর আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কাছে পাকবাহিনীর সাথে ব্যাপক যুদ্ধহয় মুক্তি ও মিত্রবাহিনীর সাথে। এসময় মুক্তি ও মিত্রবাহিনীর প্রায় ৩শতাধীক সেনা সদস্য মৃত্যুবরণ করে। এসময় পাকবাহিনীর প্রায় শতাধীক লোক মারা যায়। ১০ডিসেম্বর মিত্রবাহিনী ও বেঙ্গল রেজিমেন্ট সাড়া রাত ব্যাপী প্রস্তুতি নিয়ে ভোর বেলায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে রেষ্ট হাউজে অবস্থান করে ব্যাপক যুদ্ধা হলে পাকবাহিনী রাতে আশুগঞ্জ থেকে পাশ্ববর্তী ভৈরবে পালিয়ে যায়। পাক বাহিনী আশুগঞ্জ থেকে পালিয়ে ভৈরব যাওয়ার সময় মেঘনা নদীর উপর নির্মিত রেল সেতুর একাংশ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়। এতে সেতুর ২টি স্প্যান ভেঙ্গে নদীতে পড়ে যায়। পরে ১১ডিসেম্বর সকালে বিনা বাধায় আশুগঞ্জ বাজার এলাকা দখল করে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা। এতে আশুগঞ্জ শত্রু মুক্ত হয়।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ