পঞ্চগড়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আসফের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আবু বক্কর সিদ্দীক, সাবেক জেলা শিক্ষা অফিসার বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন, জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী আকতারুন নাহার সাকী, আসফের জেলা শাখার সাধারণ সম্পাদক রসুল বকস মানিক, সহ-সভাপতি এমএস রিপন, সদর শাখার সভাপতি আব্দুস সালাম প্রমুখ।