ঢাকা শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
বিএনপি নেতা সোলাইমানকেই আওয়ামীলীগের মনোনয়ন
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২১-১২-০৬ ০৫:৪৯:৩৭
বিএনপি নেতা সোলাইমান মিয়াকেই নৌকার কান্ডারি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর পশ্চিম ইউনিয়নে। রবিবার দলের মনোনয়ন ঘোষনা হয়। এরআগে মনোনয়নের জন্যে তার নাম ১ নম্বরে প্রস্তাব করেন আশুগঞ্জ উপজেলা ও জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা। সোলাইমান মিয়া ঢাকায় তিতাস গ্যাসের ঠিকাদার। তৃনমুলের সভা করলেও প্রার্থী বাছাইয়ে ভোটের প্রক্রিয়ায় না গিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে বসে আশুগঞ্জ আওয়ামীলীগের আহবায়ক হাজী সফিউল্লাহ মিয়া, যুগ্ম আহবায়ক মো: আবু নাসের আহমেদ,হানিফ মুন্সি ও খোরশেদ আলম প্রার্থী নামের তালিকা চূড়ান্ত করেন। সেখানে তালশহর পশ্চিম ইউনিয়নের নামের তালিকায় ধনাঢ্য সোলাইমান মিয়ার নাম ১ নম্বরে দেয়া হয়। ২০০৯ সালের ২৫শে নভেম্বর তালশহর ইউনিয়ন বিএনপি’র যে পূর্নাঙ্গ কমিটি হয় সেখানে ২৮ নম্বর সদস্য হিসেবে সুলেমান মিয়ার নাম রয়েছে। আর তার বড় ভাই হারুন অর রশিদের নাম রয়েছে ২৫ নম্বর সদস্য হিসেবে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০১৭ সালের ১লা মে ইউনিয়ন আওয়ামী লীগের যে কমিটি হয় সেখানে সুলেমান মিয়াকে ১৫নং সদস্য হিসেবে রাখা হয়। এনিয়ে বিতর্ক শুরু হলে তাকে আবার বহিস্কার করে ইউনিয়ন আওয়ামীলীগ। তালশহর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মো: রাকিবুল হাফেজের স্বাক্ষর ওই বছরের ১লা নভেম্বর দেয়া বহিস্কারাদেশের চিঠিতে বিএনপি’র পদপদবীর তথ্য গোপন করে সুলেমান মিয়া আওয়ামীলীগে যোগদান করেন বলে উল্লেখ করা হয় এবং আওয়ামীলীগের অনুপ্রবেশকারী হিসেবে তাকে সদস্য পদ থেকে বহিস্কার করার কথা বলা হয়। তবে সুলেমান মিয়া নিজেকে এখন তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাবি করেন। তার বড় ভাই হারুন অর রশিদ বিএনপির রাজনীতির অর্থ যোগানদাতাদের অন্যতম। এদিকে আশুগঞ্জের শরীফপুর ইউনিয়নে দলের মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপি নেতার ভাই। জানা যায়,মনোনয়নপ্রাপ্ত মো: মহিউদ্দিনের ভাই আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং বর্তমানে উপজেলা কমিটির ১৪ নম্বর সদস্য। তার পিতা আবু শামা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ছিলেন। আগামী ৫ই জানুয়ারী পঞ্চম ধাপে আশুগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে ভোট।
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ