ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিনাটাকায় কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৫৯ জন
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২১-১১-২৫ ০৬:০৩:৫৮

বিনাটাকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগ পেলেন ৫৯ জন। আজ বৃহস্পতিবার দুপুরে কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেছেন জেলার পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান। পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম ও রোল নম্বর ঘোষণা করেন। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা