ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার
  • নবীন হাসান, ঠাকুরগাঁও
  • ২০২১-১১-২৫ ০৫:৫৯:৫৬

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বৃহস্পতিবার  রাতে ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নের  বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন  নারগুন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার।

এ সময় তিনি  আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে  একে-একে বিভিন্ন পূজামন্ডপ ঘুরে হিন্দু ধর্মাম্বলীদের সাথে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বিণিময় করেন। আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার মাস্টারকে কাছে পেয়ে উচ্ছাস প্রকাশ করেন পূজায় আগত সনাতনধর্মাম্বলীরা।

পূজামন্ডপ পরিদর্শনকালে জব্বার মাস্টার ধর্মীয় সম্প্রীতির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন জাতি -ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সবার জন্য নিরাপদ। সব ধর্মের সহাবস্থান এদেশকে একটি উদার রাষ্টে পরিরণ করেছে। যার রুপকার জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার ঐক্যান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলে উল্ল্যেখ  করেন তিনি। তিনি  আরও বলেন, ধর্ম যার-যার উৎসব সবার। সহনশীল অসাম্প্রদায়িক রাষ্ট্র বির্ণিমানে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি। অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও চলমান উন্নয়ন মহাযজ্ঞ অব্যাহত রাখতে সকলকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য বলেন। এবার ইউপি নির্বাচনে নারগুন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এই আওয়ামীলীগ নেতা। তিনি বলেন দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে দল-মত নির্বিশেষে বিপুল ভোটে জয় যুক্ত হবেন এবং  বিজয়ী হলে নারগুন ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করার পরিকল্পনা রয়েছে তার।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা