ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দিনাজপুরে বিরল কাজী পোল্ট্রি লিঃ সোলার প্যানেল
  • সুলতান মাহমুদ চৌধুরী, দিনাজপুর
  • ২০২১-১১-২৪ ০০:৪৪:০৯

দিনাজপুর বিরলে কাজী পোল্ট্রি লিঃ সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা পুরন করে জাতীয় গ্রেডে বিদ্যুৎ সরবরাহ করছে। এতে করে দেশের বিদ্যুতের চাহিদা পুরণে কাজী ফার্মস গ্রুপ গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছেন। 

গত গত ৩০ জুলাই ২০১৮ ইং তারিখে  ২৩.৬৬ একর জমির উপর বিরল কাজী পোল্ট্রি লিমিটেড বয়লার মুরগী থেকে ডিম উৎপাদন করতে গিয়ে এই  প্রকল্পে ২০০ থেকে ২৫০ কিলোওয়াট বিদ্যুৎ এর প্রয়োজন হয়। এই বিদ্যুতের চাহিদা পূরণ করতে গিয়ে কাজী ফার্মস গ্রুপ নিজস্ব উদ্যোগে গত ২রা আগস্ট ২০২১ নিজেদের সীমানা প্রাচীরের মধ্যে অনাবাদি জমিতে ৮ শত ৪১ টি প্যানেলের মাধ্যমে ৬ ইনভালোটরের মাধ্যমে ৩৭০.০৪ কিলোওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করছে। 

কাজী ফামর্স গ্রুপ এই সোলার প্যানেল স্থাপন করে  নিজেদের বিদ্যুতের চাহিদা পূরণ করেও জাতীয় বিদ্যুৎ গ্রেডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করছে। বিরল কাজী পোল্ট্রি লিমিটেড গ্রীষ্ম কালীন সময়ে নিজেদের বিদ্যুতের চাহিদা বেশি থাকায় কম পরিমানে বিদ্যুৎ সরবরাহ করা যায় আর এখন শীতকালীন সময়ে এখন নিজেরদের বিদ্যুতের চাহিদা থাকায় অধিক পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে বিরল কাজী পোল্ট্রি লিমিটেড । এতে করে জাতীয় পর্যায়ে বিদ্যুতের যে চাহিদা রয়েছে সেই বিদ্যুতের চাহিদা কিছুটা হলেও পূরণ করছে কাজী ফার্ম গ্রুপ। 
 
কাজী ফার্মস  গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিরল কাজী পোল্ট্রি লিমিটেড দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের চপইড় গ্রামে আনুষ্ঠানিকভাবে বয়লার মুরগির মাধ্যমে ডিম উৎপাদনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এখানে এক শতাধিক কর্মচারীর সমন্বয়ে এই বয়লার মুরগির ডিম উৎপাদনের কাজ করছে। এতে করে এই অঞ্চলসহ আশেপাশের বেশ কিছু অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বিরল কাজী পোল্ট্রি লিঃ এ কমসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় এই অঞ্চলের অনেক বেকার সমস্যার অনেক সমাধান করেছে কাজী ফার্মস গ্রুপ। 

বিরল কাজী পোল্ট্রি  লিঃ সাবষ্ট্রার ইঞ্জিনিয়ার হাসানুর রহমান বলেন, সোলার প্যানালের মাধ্যমে এই প্রকল্পের জন্য সূর্যের আলো কাজে লাগিয়ে প্রতিদিন গড়ে ৩০০ কিলোওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে করে আমাদের প্রল্পের বিদ্যুতের চাহিদা পুর করেন জাতীয় বিদ্যাৎ গ্রেডে বিদ্যুৎ সরবরাহ করছি। তিনি আরোও বলেন দেশের চরাঞ্চরের যতি সোলার প্যানাল স্থান করেও দেশের বিদ্যুতের চাহিদা পুরণ করা সম্ভব বলেও তিনি দাবি করেন। 

বিরল কাজী পোল্ট্রি লিমিটেড ম্যানাজার ড. রাজ মাহমুদ বলেন, সোলার প্যানালের মাধ্যমে সূর্যের আলো থেকে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের বিদ্যুতের চাহিদা পূরন করছি। একদিকে যেমন আমাদের বিদ্যুতের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে না অন্য দিকে বিরল কাজী পোল্ট্রি লিমিটেড থেকে অতিরিক্ত বিদ্যুৎ পল্লী বিদ্যুতের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ গ্রেডে সরবরাহ করা হচ্ছে।   

তিনি আরোও বলেন, দিনাজপুর বিরলের প্রত্যন্ত অঞ্চলে কাজী ফামর্স গ্রুপ বিরল কাজী পোল্ট্রি লিঃ বয়লার মুরগির মাধ্যমে ডিম উৎপাদন করে ডিমের চাহিদা যেমন পুরন করছে ঠিক তেমনি জাতীয় পর্যায়ে পল্লী বিদ্যুতের মাধ্যমে দেশের বিদ্যুতের চাহিদা পুরনে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা