ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
ফুলবাড়ী সেটেলমেন্ট অফিস দালালদের দখলে
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-১১-২৩ ০৬:২৯:৪১

দিনাজপুর ফুলবাড়ী সেটেলমেন্ট অফিস এখন দালালদের দখলে, অনিয়মেই পরিনত হয়েছে নিয়মে, বেঞ্চসহকারীর (পেশকারের) চেয়ারে বসে কাজ করেন স্থানীয় দালালরা। পদে পদে হয়রানীর শিকার হচ্ছেন সেবা নিতে আসা ভূমি মালিকরা।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সেটেলমেন্ট অফিসে গিয়ে দেখা যায় উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার আবদুল কাফির এজলাসে বেঞ্চসহকারীর চেয়ারে বসে কাজ করছেন মাসুদ রানা নামে একজন স্থানীয় ব্যাক্তি। সেখানে সাংবাদিকের উপস্থিতি দেখে বেঞ্চসহকারীর চেয়ার ছেড়ে নেমে পড়েন মাসুদ রানা। এই বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুল কাফি নিজেল ভূল স্বীকার করে বলেন জনবল সংকট থাকায় তাকে (রানাকে) বসানো হয়েছিল, এখন থেকে আর বসবেনা। ওই এজলাসে সেবা নিতে আসা কয়েকজন ভূমি মালিক বলেন তারা পদে পদে হয়রানীর শিকার হচ্ছে।

সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আ ন ম আবুল ফয়েজ বলেন উপজেলা সেটেলমেন্ট অফিসে তিনিসহ, আজহারুল ইসলাম, আব্দুল কাফি, গোলাম মোস্তফা নামে ৪ জন কর্মকর্তা, নুর মোহাম্মদ নামে একজন পেশকার, জামায়াত আলী নামে একজন সার্ভেয়ার, আবু বক্কর নামে একজন চেইন ম্যাইন ও সানোয়ার হোসেন নামে একজন অফিস সহায়ক রয়েছে। এরা ছাড়া সকলে স্থানীয় ব্যাক্তি ভূমি মালিকের সাথে এসে কাজ করে। মাসুদ রানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি ভুল করেছে এই বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

এ দিকে ভূমি মালিকরা বলেন উপজেলা সেটেলমেন্ট অফিসে মাসুদ রানা, লিটন, মজনুসহ ডজন খানেক দালাল রয়েছে, তাদেরকে ম্যানেজ না করলে, কোন কাজেই হয়না সেটেলমেন্ট অফিসে। 

তবে উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা আ ন ম আবুল ফয়েজ এই অভিযোগ অস্বীকার করে বলেন অফিসে জনবল সংকট থাকায় তারা সেচ্ছাসেবী হিসেবে কাজ করে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে যারা সেবা নিতে আসা ব্যাক্তিরা খুশি করে যা দেয় তাই নিয়ে তারা তাদের  কাজ করে দেয়। 

উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন সরকারী অফিসে  দালালদের দৌরাত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সরকারী অফিসে দালাল রাখার কোন নিয়ম নাই, তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ