বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনা করেছে গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট(সিডিপি)।
রবিবার বিকেলে(২১নভেম্বর) জেলা সদরের সংগলশী ইউনিয়নের বালাপাড়াস্থ গুড নেইবারস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ‘সুন্দর ভবিষ্যৎ হোক প্রত্যেক শিশুর’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার অফিসার(এডমিন) এলেক্স রায়। সিনিয়র প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহিম, সু-প্রতিবেশী সমবায় সমিতির সভাপতি শারমিন আক্তার, শিশু পরিষদের সভাপতি লাভলী আক্তার প্রমুখ।
এতে শিশু অধিকার নিশ্চিত করণ, শিশু সুরক্ষা বিষয়ে আলোচনা করা হয়। পরে সাংস্কৃতি অনুষ্ঠান মঞ্চায়ন করেন সিডিপির শিল্পিরা।