ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
খালেদা জিয়ার কিছু হলে ১২ ঘন্টায় সরকারের পতন হবে
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২১-১১-২২ ০৬:৫৭:০৫

রাজনীতির উর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিকোন থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠাতে সরকারের প্রতি আহবান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ আহবান জানানো হয়। 

এ সময়  জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, সুচিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কিছু হলে ১২ ঘন্টার মধ্যে সরকারের পতন হবে। বিএনপির নেতাকর্মীরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করে যাবে। প্রতিটি নেতাকর্মীই মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছে। শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সভায় জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ